রাউজানে বকুল হত্যা মামলার আসামি মা ও দুই ভাই গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়া ইউনিয়নের প্রকৌশলী নুরুল আলম প্রকাশ বকুল হত্যা মামলার তিন আসামিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব৭ ও রাউজান থানা পুলিশের যৌথ অভিযানে হাটহাজারী উপজেলার লালিয়ার হাটের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নিহত বকুলের মা শহীদা বেগম (৬৪), ভাই মো. নাজিম উদ্দিন (৩৩) ও মো. দিদারুল ইসলাম (৩১)। তারা সকলেই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ির বাসিন্দা। তাদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে নুরুল আলম বকুল খুন হন। পরে নিহতের আরেক ভাই রাজু আহমেদ বাদি হয়ে হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় নিজের মা, ভাই, বোনকে। গ্রেপ্তার হওয়া তিনজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাউজান থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ট্রাক চালক ও ৩ ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা
পরবর্তী নিবন্ধহাওয়ার গানের মন্তরে