রাউজান পৌরসদর জলিলনগর এলাকায় ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে জামেয়ান রাউজান ছাত্র পরিষদ। গত ২৩ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন থানার ওসি আবদুল্লাহ আল হারুন। প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অহিদুল আলম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আহসান হাবিব চৌধুরী, আবদুল মালেক। বাহাউদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে ও সাহেদ হাসান ও আরিফুল ইসলামের সঞ্চালনায় মপপশ বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহেদ উল্লাহ জনি, মুহাম্মদ হানিফ, মাছুমুর রশীদ আলকাদেরী, সৈয়দ এহসান কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন আবদুল্লাহ আল আকিব। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মো. সাইফুল্লাহ, ডা. নন্দন দাশ গুপ্ত।