রাউজান থানা পুলিশ ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গহিরা শান্তিরদ্বীপ কালারপুল ব্রিজের কাছে পুলিশের একটি দল চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের সৈয়দ বাজার এলাকার যুইগ্যার বাড়ি মৃত মোক্তার আহম্মদের ছেলে জয়নাল আবেদী প্রকাশ বাবুল (২০), রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকার মৃত নুরুল আলমের ছেলে শাহ্ আলম (২৫), একই ইউনিয়নের টিলাপাড়া বাঁশঘাটা এলাকার মাসুদ আলমের ছেলে শাহ্জাহান (২২)। রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিমুখী একটি ট্রাকে মাদক রয়েছে। এই সংবাদের সূত্র ধরে পুলিশ চেক পোস্ট বসিয়ে মাদকবাহী ট্রাকটিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে পুলিশ এবং ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ আল হারুন।











