রাউজানে ফজলুল কবির চৌধুরীর স্মরণসভা

রাউজান প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২০ পূর্বাহ্ণ

রাউজানের সদর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের আয়োজনে পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সংগঠনটি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় স্থায়ী কার্যালয়ে আয়োজন করা স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এনামুল হক এনামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সারজু মোহাম্মদ নাছির, সওকত হোসেন, মোজাম্মেল হক খোকন, মাসুদুল আলম, আবদুল কাদের মুন্না, মোজাফ্‌ফর সালাম মুবিন, পলাশ বড়ুয়া, সুমন কল্যান বড়ুয়া, ইসহাক ইসলাম, জামাল উদ্দিন, খোরশেদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভা ও কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধদুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তারা বিশেষ ভূমিকা রাখতে পারে