রাউজানে ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত

রাউজান প্রতিনিধি | রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

প্রয়াত রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মরহুমের পরিবারের পক্ষে গহিরার নিজ বাড়িতে জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়। রাউজানের সর্বস্তরের মানুষের সাথে বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। গহিরায় পারিবারিক অনুষ্ঠান সূচিতে ছিল মেজবান আয়োজন।

সকালে মিলাদ শেষে মরহুমের পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, এবিএম ফজলে শহীদ চৌধুরী, এড. সানজিদ রশীদ চৌধুরী, ফারাজ করিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন জেলা গভর্নরকে চিটাগাং সিনিয়রস্‌’ ক্লাবের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ওয়েবিনার