রাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাউজান সরকারি কলেজ মাঠে শেখ রাসেল স্মৃতি সংসদ ও রাউজান ফুটবল একাডেমির সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, ওসি আব্দুল আল হারুন। উদ্বোধনী খেলায় ওয়াই কেবি ফ্রেন্ডস ক্লাব ৩-২ গোলে ছিপাতলী একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আরমান শান্ত ও মো. সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হিমেল তানিম, মাঈনুল করিম চৌধুরী, রবিউল হোসেন, সাগর, ইমন, রায়হান, আশরাফ, ইনান, সানি।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমিরপুর টেস্টের দল ঘোষণা