রাউজানে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক আত্মহত্যা করেছে।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে পাহাড়তলী মহামুনিতে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন উপস্থিত আছেন।
পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, “পরিত্যক্ত একই ঘরে যুবতীর রক্তাক্ত মরদেহ এবং যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশও আছে। আমরা ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের স্বজন ও আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলছি।”