রাউজানে প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে জেলা প্রশাসক

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভায় প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। গত বুধবার বিকালে তিনি জায়গাটি পরিদর্শনে যান। সংশ্লিষ্টরা জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় প্রায় ৪৪ শতাংশ জায়গার ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রকল্পের অধীনে নির্মিত হবে বহুতল ভবন।
এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কৃষি কর্মকর্তা শাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় মইনীয়া যুব ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং
পরবর্তী নিবন্ধহাট-বাজার ইজারার বকেয়া দ্রুত পরিশোধ করুন : সুজন