রাউজানে প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ চুরি

রাউজান প্রতিনিধি | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

রাউজান পৌর সদরের সিটি প্লাজায় এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা হয়েছে। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনাটি সংঘটিত হয় বলে দাবি করেন প্রবাসীর স্ত্রী রুবি আক্তার। তিনি জানান চোরের দল আলমিরার তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।

এ চুরির ঘটনায় গত শুক্রবার থানায় অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে যানা যায়, হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফজুর বাড়ির প্রবাসী মোহাম্মদ সোহেলের পরিবার গত কয়েক বছর ধরে ভাড়া বাসায় উঠেন ফকির হাটস্থ সিটি প্লাজার ৪র্থ তলায়। সেখানে প্রবাসীর স্ত্রী এক কন্যাসহ বসবাস করে আসছে।

গত ২ ডিসেম্বর তিনি বাসায় তালা দিয়ে মেয়েসহ এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ঐ রাতে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে আলমিরাতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

চুরির ঘটনা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, চুরির ঘটনা সম্পর্কে আমি অবগত নয়। অভিযোগ দিলে তদন্ত পূর্বক চোর সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরুমা-রোয়াংছড়িতেও নিষেধাজ্ঞা বাড়লো ১১ ডিসেম্বর পর্যন্ত
পরবর্তী নিবন্ধবিএনপি আইন না মেনে গায়ের জোরে সব করতে চায় : হানিফ