বিজয়া দশমির দিনে রাউজান উপজেলা সদরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, দুর্গা দেবী যেভাবে অসুর বদ করে আসছে, সেভাবে আমাদেরকেও স্বাধীনতা বিরোধী অসুরদের পরাস্ত করতে সংকল্পবদ্ধ হতে হবে।
গতকাল বুধবার ৮ নং ওয়ার্ডের অপরাজিতা সেবাশ্রমের সামনের জলাশয়ে অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের বিজয়া সম্মিলনে সভাপতিত্ব করেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। সাধারণ সম্পাদক সুমন দে ও ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম,ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর বশির উদ্দিন খান,আলমগির আলী, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত,অ্যাডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি, আজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান আবদুল রহমান চৌধুরী, বি এম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, নির্মল ভট্টচার্য্য,দিলীপ কুমার চক্রবর্তী, আশোক পালিত,প্রদীপ শীল,সাজু পালিত, উজ্বল দাশ, দিপলু দে দিপু, তপন দে,অনুপ চক্রবর্তী। অপর দিকে দক্ষিণের গঙ্গা মন্দিরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেয়ারম্যান ভুপেষ
বড়ুয়া, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া।