রাউজানে প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী গ্রামে অ্যাডভোকেট ফণীভূষণ চত্বরে মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সৌজন্যে প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কার্যকরী পরিষদের সভাপতি রণজিৎ চৌধুরী বাবলুর সভাপতিত্বে প্রধান সুহৃদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংঘের অন্যতম পৃষ্ঠপোষক প্রাক্তন লায়ন গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি মন্দির ও সংরক্ষণ কমিটির মহাসচিব নবেন্দু বড়ুয়া তালুকদার, বিশেষ অতিথি ছিলেন মহামুনি এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের প্রাক্তন সভাপতি ও বতর্মান উপদেষ্টা মন্ডলীর সদস্য সুজন প্রসাদ বড়ুয়া। অর্ক মুৎসুদ্দি জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহ্বায়ক শাওন প্রসাদ বড়ুয়া,রিপন বড়ুয়া। উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথুন জুটি চন্দ্রঘোনা বনাম এসএস জুটি মহামুনি।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধটেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন কোহলি