আগামী ২ আগস্ট রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির আহতদের সুস্থতা কামনা ও সকল শহীদের স্মরণে গণ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আহবানে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশ উপলক্ষে পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল। আমান বিন রানা ও আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক। বক্তব্য রাখেন কাজী আনিসুজ্জামান সোহেল, আবু বক্কর চৌধুরী, আবু মনসুর খান, বদরুল আলম, তৈয়ব সুলতান, বাসু পালিত, সাহজান সাহিল, শাহাদাত মীর্জা, সোহেল চৌধুরী,মোহাম্মদ আলী সুমন, মো. রেওয়াজ, হাছান বাহাদুর, আজগর চৌধুরী, শহিদ চৌধুরী, আলী আজগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।