রাউজানে অস্ত্র-কার্তুজসহ মো. রবিউল হোসেন ওরফে হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে পুলিশ মদ গাঁজাসহ দুজনসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার করেছে আরো তিনজনকে। থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে।
অস্ত্র ও কার্তুজসহ রবিউলকে গ্রেফতার করা হয় এয়াছিন নগর গ্রামের ৮নম্বর ওয়াডের্র একটি সড়ক থেকে। তার কাছে পাওয়া যায় একটি দুনলা এলজি ও দুই রাউন্ড কার্তুজ। রবিউল ওই এলাকার মো. বাহাদুর মিয়ার ছেলে। মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা দুজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)।
তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আসামীরা হচ্ছে উপজেলার কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন। তাদেরকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।