শারদীয় দুর্গোৎসবে দক্ষিণ রাউজানের পূজামন্ডপ সমূহে গিয়ে পূজার্র্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। তিনি গত শুক্রবার মহাঅষ্টমীতে পূজা মণ্ডপে গেলে পূজা কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। জানা যায় এই বিএনপি নেতা নোয়াপাড়া, বাগোয়ান উরকিরচর,পাহাড়তলীর বেশ কয়েকটি মণ্ডপে যান।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাবেক সহ সম্পাদক জসীম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শফি, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।