রাউজানে পুলিশের কার-সিএনজি পিকআপের সংঘর্ষ, আহত ৭

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

রাউজানে পুলিশের প্রাইভেট কার, যাত্রীবাহি সিএনজি অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়ন সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানিয়েছে, রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ ওই এলাকা অতিক্রমকালে সামনে থাকা পুলিশের একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি ঘুরে গিয়ে পড়ে অপর একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশার উপর। এই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৭জন আহত হয়। আহত সবার পরিচয় জানা না গেলেও নাছিমা আকতার নামে রাঙ্গুনিয়া উপজেলার এক নারী ও সুমন ধর নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, কারটিতে সন্দ্বীপ ও মিরশ্বরাই থানার দুই পুলিশ সদস্য ছিল, তারাও আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ!
পরবর্তী নিবন্ধদেশে ৭ মাসের সর্বনিম্ন মৃত্যু ১২