রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২০ অপরাহ্ণ

রাউজানে পুকুরে ডুবে মুহাম্মদ রিদোয়ান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশু এলাকার দিন মজুর মুহাম্মদ ওয়াহিদের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ
পরবর্তী নিবন্ধগল্প আহরণ কর্মসূচির চতুর্থ অধিবেশন