রাউজানে পুকুরে ডুবে অর্পণ শীল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামে এ ঘটনা ঘটে। অপর্ণ ওই গ্রামের বাদল শীলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে শিশুটির পরিবারে বাইরের অতিথি এসেছিল। সকলের ব্যস্ততার মধ্যে অর্পণ হাঁটি হাঁটি পায়ে ঘর থেকে বের হয়ে কোনো একসময় বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।