রাউজানে পিংক সিটি লেকের পানি থেকে মো. হৃদয় (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৪টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পিংক সিটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে। স্থানীয় সূত্রমতে, লেকে মাছ ধরতে নেমেছিল হদয়। পানির নিচে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, লেকে এক ছেলে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে আমরা ঘটাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইউনিটের ডুবুরি দলের সদস্য ও রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা লেকে তল্লাসি চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।