রাউজানে পাহাড়-টিলার অস্তিত্ব বিলীন হচ্ছে

এসি ল্যান্ড দেখলেন পাহাড় কাটার ভয়াবহতা

রাউজান প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

একের এক খুন গোলাগুলি, দলের নেতার হুঁশিয়ারি বার্তায়ও থামছে না রাউজানের পাহাড় টিলা ভূমি থেকে মাটি কাটা। স্থানীয়দের অভিযোগ বিএনপির নেতাকর্মী পরিচয়ে থাকা একাধিক সিন্ডিকেট দল উপদলে বিভক্ত হয়ে পাহাড় টিলা ভূমির অস্তিত্ব বিলীন করার কাজে জড়িত হয়ে পড়েছে। স্থানীয়রা বলেছেন গত বছরের ২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের কতিপয় লোকজন সিন্ডিকেট করে উপজেলার পূর্বাংশের শত শত একর পাহাড় টিলা কেটে মাটি সরবরাহ ব্যবসায় ছিল। স্বৈরাচারের পতনের পর তারা পালিয়ে গেলে তাদের শূন্যস্থান পূরণ করে একাজে জড়িত হয়েছে বিএনপি, যুবদল পরিচয়ধারীদের নিয়ে গড়ে ওঠা মাটি সরবরাহকারীরা।

জানা যায়, রাউজানের ডাবুয়া, পূর্ব রাউজান, আলীখীল, ওহেদেরখীল, চৌধুরীপাড়া, জঙ্গল রাউজান, পূর্ব কদলপুর, জয়নগর এলাকা কেন্দ্রিক রয়েছে মাটি ব্যবসায়ীদের অন্তত ১০টি সিন্ডিকেট। দল উপদলে বিভক্ত হয়ে থাকা এ মাটি ব্যবসায়ীদের রয়েছে সশস্ত্র বাহিনী। নিজ নিজ এলাকায় এই ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে স্বৈরাচার পতনের পর থেকে সংঘর্ষ সংঘাতে ইতিপূর্বে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা রয়েছে। গুলিতে আহত হয়েছে অনেকেই। বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, পতিত আওয়ামী লীগের আমলে পাহাড় টিলা কেটে বেশির ভাগ মাটি সরবরাহ দেয়া হয়েছে চট্টগ্রামরাঙামাটি চার লেইন সড়ক পথ প্রশস্তকরণ কাজ ও দুটি পিংক সিটি ও বিসিক শিল্পাঞ্চল ভরাট কাজে। এর বাইরে মাটি সরবরাহ দেয়া হয়েছে নিচু এলাকা ভরাট কাজে। এখন মাটি সরবরাহ করে যাচ্ছে অবৈধভাবে দখল করা খাল, নালাসহ পুকুর জলাশয় ও কৃষি জমি ভরাট কাজে।

স্থানীয় জনসাধারণের মতে, মাটির ব্যবসা নিয়ে একের পর এক খুন ও সংঘর্ষের ঘটনায় মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালে কিছু সময় বিরতি দিয়ে আবারও সক্রিয় হয়ে উঠে অপরাধীরা। দলের স্থানীয় এক শীর্ষ নেতা এসব সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাতে প্রশাসনের প্রতি আহ্বান জানালে এরপর থেকে এখন দিনের বেলায় মাটি কাটা বন্ধ রয়েছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যার পর থেকে সারারাত মাটি কেটে শত শত ড্রাম্প ট্রাকে সরবরাহ করা হচ্ছে। এলাকার লোকজন বলেছেন, পাহাড় টিলা থেকে কাটা মাটি পরিবহনে থাকা ট্রাকের চাকার চাপে গ্রামীণ রাস্তা সমূহ ধসে যাচ্ছে। অনেক রাস্তায় দেয়া ইট চুর্ণবিচুর্ণ হয়ে পাউডার হয়ে বাতাসে উড়ছে। পথচারীদের শরীর ঢেকে যাচ্ছে ইটের লালচে পাউডারে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রাউজানের পূর্বাংশের ডাবুয়া ইউনিয়নের আলীরখালী, ওয়াহেদেরখীল, পূর্ব রাউজান, বৃন্দাবন, মেলুয়া, কদলপুর জয়নগরের পূর্বাংশের শত শত একর পাহাড় টিলার মাটি কেটে নেওয়ায় বিশাল বিশাল পুকুর দীঘিতে পরিণত হয়েছে।

গত ৮ জানুয়ারি স্থানীয় জনসাধারণের অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে পাহাড় টিলা ভূমির মাটি কাটার ভয়াবহ দৃশ্য দেখতে পান রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

তিনি পাহাড় টিলা কাটার দৃশ্য স্বচক্ষে দেখে বিস্ময় প্রকাশ করেন। যখন প্রশাসনের এই কর্মকর্তা পরিদর্শনে যান তখন সেখানে ছিল মাটি কাটার বিশাল খনন যন্ত্র (স্কেভেটর)

তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, পরিবেশ অধিদপ্তরকে নিয়ে মাটি কাটার বিরুদ্ধে অবিলম্বে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিল্ডিংয়ের কেয়ার টেকারকে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী নিবন্ধনির্বাচনী মাঠকে ভীতি ও শঙ্কামুক্ত করতে হবে