রাউজানে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুরে পাহাড়টিলার দায়ে মনছুর নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম গত ৬ নভেম্বর চুল্লাটিলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, রাউজান উপজেলার পূর্বাংশ পাহাড় টিলা বেষ্টিত। বিগত একদশক ধরে রাজনৈতিক দাপটে কতিপয় ব্যক্তি সিন্ডিকেট গড়ে তুলে শত শত একর পাহাড় টিলার মাটি কেটে বিভিন্নস্থানে সরবরাহ করে আসছে। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপির ব্যানারে কিছু সুবিধাবাদী একাজে জড়িত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাহাড় টিলা কাটায় জড়িত একজনকে জরিমানা করার কথা স্বীকার করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মো. রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যেখানে পাহাড় টিলা কাটার অভিযোগ পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বন বিভাগের অভিযানে ১২ হনুমান উদ্ধার