রাউজানের বাগোয়ানের কর বাড়িতে পানিতে ডুবে উপসেনা কর পাঁপড়ি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁপড়ি ওই পাড়ার শুভাশীষ করের কন্যা। জানা যায়, গতকাল শনিবার বিকালে ঘরের বাইরে খেলতে গিয়ে কোনো একসময় পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের ঘাটের নিচে তার ভাসমান দেহ দেখে বাড়ির লোকজন উঠিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি মেম্বার সৈয়দ মাহফুজউল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।












