রাউজানে পাঁচতলা ভবনে রঙ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

রাউজান পৌর এলাকা সুলতান পুরে একটি পাকা দালানে সিঁড়িতে দাঁড়িয়ে রঙয়ের কাজ করতে গিয়ে পা পিছলে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে সুলতানপুর এলাকার দিদারুল আলমের মালিকানাধীন আল হেলাল তিলোত্তমা ভবনে।

স্থানীয়রা জানিয়েছেন নজরুল ইসলাম নামের হতভাগ্য রঙ মিস্ত্রি স্থানীয় নজুমিয়া সওদাগর বাড়ির মরহুম আলী আকবরের ছেলে।

জানা যায়, নজরুল ভবনের ৫ম তলায় রশির সিঁড়িতে উঠে রঙ করছিলেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এটি দুর্ঘটনা। এ কারণে কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, এই ধরণের কোন সংবাদ তারা পায়নি। কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত সংসদ নির্বাচন প্রয়োজন
পরবর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক