রাউজানে পলাতক আসামি গ্রেপ্তার

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে

রাউজান প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩০ অপরাহ্ণ

রাউজানে অস্ত্র, ডাকাতি, খুন ও বিস্ফোরকসহ একাধিক মামলার তালিকাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে কালুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার নোয়াজিষপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২২ ডিসেম্বর কালুকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার বসতঘরের সিলিংয়ের ওপর থেকে দুটি দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত নুরুল আমিন কালু নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহুর কাজী বাড়ির নুরুল হক ওরফে লেদা মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ১৮ মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি