রাউজানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী একনলা পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭।

র‌্যাব সূত্রে জানা যায়, ০৮ জুলাই (মঙ্গলবার) র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পালোয়ান পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ১টি একনলা পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে আটক আ.লীগের সাবেক এমপি ‘নদভীর ক্যাশিয়ার’
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ৬ লাখ টাকার গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার