রাউজানে মোহাম্মদ শফি (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে চারাবটতল বাজারের কাছের একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাজারে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ শফি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল বাজারে নাইট গার্ডের দায়িত্ব পালন করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে প্রতিদিনের মতো বাড়ি থেকে বাজারে রাত্রিকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় তাকে বাজার এলাকায় দেখা গেলেও রাত ১০টার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি।
বাজারের লোকজন রাতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং তার বাড়িতেও খবর নেন। পরিবারের সদস্যরাও ওই রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান পাননি। পরদিন শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এরপর শনিবার সকালে এক যুবক বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহের পাশে একটি টর্চলাইট পড়ে ছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদ নিহত শফি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ওয়াহেদির খীল গ্রামের মৃত আমীর আলী ছেলে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।












