রাউজানে নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

রাউজান প্রতিনিধি | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডে চট্টগ্রামরাঙামাটি সড়কের দায়ার ঘাটা আলআমিন কমিউনিটি সেন্টারের পশ্চিমে পাশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন রাউজান পৌর ৫ নং ওয়ার্ডের সুলতানপুর মুকিম বাড়ির মো. মোজাম্মেল হকের ছেলে মো. একরামুল হক (৪৬), রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আলী আরহান চৌধুরী বাড়ির মৃত নুরুল হুদা চৌধুরী ছেলে মো. জবরুত খান (৫৫) ও হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের মৃত আমির গোল্লালের ছেলে মো. আবদুল খালেক (৪৪)। পুলিশ আরও জানায়, বিএনপি ঘোষিত তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করার জন্য আলআমিন কমিউনিটি সেন্টার এলাকায় কিছু লোক হাতে লাঠিসোটা ও বিভিন্ন বিষ্ফোরক নিয়ে অবস্থান করছিল।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ওপেন হাউজ প্রোগ্রাম ৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধদুর্নীতিবাজদের জামিন মানুষ ভালোভাবে নেয় না : প্রধান বিচারপতি