দক্ষিণ রাউজানের নোয়াপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিক মোড়ানো একটি দেশীয় পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব–৭। গতকাল শুক্রবার ভোরে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিরামিষপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ছিল। অভিযান শেষে পাইপগান ও কার্তুজ রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












