রাউজানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৬ মামলার আসামি গ্রেফতার

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থানার ৬ মামলার আসামি জানে আলম (৩৯)কে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে র্যা ব ৭।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে র্যা বের পক্ষ থেকে গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গতকাল শনিবার চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুরস্থ দক্ষিণ জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার কারা হয়। রাউজান থানাধীন ভোমরপাড়া এলাকার মৃত আাজিজুল হকের ছেলে জানে আলম। এসময় তা কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র্যা ব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার দৈনিক আজাদীকে বলেন, জিজ্ঞাসাবাদে সে উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র¿ দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করত।

তার বিরুদ্ধে জেলার রাউজান ও হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে কু’খ্যাত মাদক ব্যবসায়ী নেজাম গ্রেফতার
পরবর্তী নিবন্ধনতুন মিস ওয়ার্ল্ড ‘সবুজ নয়না’ ক্রিস্তিনা পিসকোভা