রাউজানে দেবরের বটির কোপে ভাবী ভাতিজি আহত

পারিবারিক কলহ

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাউজানে পারিবারিক কলহের জের ধরে রিদোয়ান নামে এক যুবক বটি দিয়ে কুপিয়ে তার ভাবী ও ভাতিজির পায়ের রগ কেটে দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রিদোয়ান সেলাই কাজ করেন। তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যেতে চাইলে পরিবারের সদস্যদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাবী শামিমা আকতার (৪০) ও ভাতিজি সাদিয়া আকতারকে (২০) আক্রমণ করেন। শামিমা রিদোয়ানের বড় ভাই মোহাম্মদ ওসমানের স্ত্রী। ওসমান জানান, রিদোয়ান তাকেও আক্রমণের চেষ্টা করে। তিনি পালিয়ে রক্ষা পেয়েছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এই ধরনের কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমামুনুলের শ্বশুরকে আ. লীগের নোটিশ
পরবর্তী নিবন্ধসহজ ম্যাচ কঠিন করে হারলো কলকাতা