রাউজান পৌরসভার গহিরা এলাকায় চাষাবাদে উৎসাহিত করতে কৃষকদের পাওয়ার টিলার দিয়েছে পৌরসভার পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার পাওয়ার টিলার হস্তান্তর অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধান অতিথি হিসেবে দুস্থ কৃষকদের পওিয়ার টিলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইরফান আহমদ চৌধুরী, সাখাওয়াত হোসেন পিবলু,আরমান সিকদার,সবুজ দে ভানু প্রমুখ।