রাউজানে দুটি পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ বসতঘর ও দোকান

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

গত ৪৮ ঘণ্টায় রাউজানে দুটি পৃথক অগ্নিকাণ্ডে ৩ টি বসত ঘর ও ৩ টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম নোয়াপাড়া গ্রামের হাছি মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হচ্ছে ইসমাইল, মোহাম্মদ সৈয়দ ও মোহাম্মদ ইউসুফের পরিবার। স্থানীয়রা বলেছেন বিকাল ৫ টার দিকে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৩ পরিবারের বসতঘর পুড়ে যায়। এলাকার লোকজন ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য ঘর রক্ষা করে। এর আগে গত বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পৌরসভার ৬নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের সামান্য দূরত্বে। আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুড়ে যায় ৩ টি দোকান। স্থানীয়রা জানিয়েছে এখানে আগুনের সূত্রপাত হয় গাড়ির পেট্‌্েরাল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে। যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয় সেই দোকানে তেল গ্যাস বিক্রির কোনো বৈধ কাগজপত্র ছিল না। ঘটনার সময় তেলের দোকানের জুয়েল নামের এক কর্মচারীর শরীর ঝলসে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জানা যায় এসময় আগুন নিভানোর কাজে ছুটাছুটি করতে গিয়ে রাঙ্গামাটিরাউজান সড়কে একটি প্রাইভেট কারের ধাক্কায় ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম আহত হন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তেলের দোকান মালিক হুমায়ুন কবির, চায়ের দোকান মালিক রফিক, এবি মোটরস এর পিছনের একটি বসতঘর। ওই বসতঘরের সাইকেল, মোটরসাইকেল, জায়গাজমির দলিলপত্র পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে আন্তর্জাতিক সেমিনার কাল
পরবর্তী নিবন্ধবোধনের আবৃত্তি সন্ধ্যা