রাউজানে দুই বালু খোকো গ্রেপ্তার

সহকারী কমিশনারের ওপর হামলা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪০ পূর্বাহ্ণ

রাউজানের সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উঠানোর বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারি অভিযান চালানোকালে রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার উপর হামলায় নেতৃত্বদানকারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই সন্ত্রাসী হচ্ছে, ফটিকছড়ির বালু খেকো কামাল উদ্দিন (৩৯) ও তার সহযোগী জমির উদ্দিন (৩২)। কামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুম্ভার বাড়ির মৃত খায়রুল ইসলাম খানের পুত্র। তার সহযোগী জমির উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আবুল হোসেন চৌধুরী বাড়ির মো. খায়রুল বশর চৌধুরী মেম্বারের পুত্র। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই জনকে ২৫ ফেব্রুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসারাদিনের উপার্জন উড়ান নিমিষেই
পরবর্তী নিবন্ধচাকরি হারানোর শংকায় হাজারো মিটার রিডার