রাউজানে দাবা প্রতিযোগিতা

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

রাউজানে অনূর্ধ্ব১৬ বালক, বালিকা দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বলেছেন বিগত কয়েক মাস ধরে ঘরে বন্দিদশায় থাকা শিক্ষার্থীদের নিয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা এতদিন যে স্নায়ুচাপে ছিল সেই অবস্থা থেকে তারা অনেকটা মানসিক স্বস্তি অনুভব করবে। ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, জেলা ক্রীড়া পরিষদের কর্মকর্তা সংগঠক মনোরঞ্জন দে, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ওসমান গণি রানা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে মৃত্যু ১০ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধবাফুফে নির্বাচনে মানিকের ভিশন