রাউজানে দলীয় প্রার্থীর পক্ষে যুবলীগ ঐক্যবদ্ধ

বর্ধিত সভায় বক্তারা

রাউজান প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা যুবলীগের বর্ধিত সভা গত বৃহস্পতিবার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি।
যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, কাউন্সিলর আজাদ হোসেন, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, জিয়াউল হক রোকন, সারজু মোহাম্মদ নাছির, প্রকাশ শীল, জাহাঙ্গীর আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ, নাসির উদ্দিন, তপন দে, মনছুর আলম, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, আবদুল্লাহ আল মাসুদ, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন রাউজানবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১০ বছর ধরে এই পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আসন্ন মেয়র নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে ঝাপিয়ে পড়তে হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান ও খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব শুরু
পরবর্তী নিবন্ধমমতার মিলাদ মাহফিল