রাউজান উপজেলা সদরে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে রাউজান উপজেলা সদর শহীদ জাফর সড়কের আদালত ভবন ও সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন এগিয়ে এসে প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত শওকত গণি চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।












