রাউজানে ট্রাকের পেছনে বাইকের ধাক্কা, ফটিকছড়ির যুবক নিহত

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৯ অপরাহ্ণ

রাউজানে ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় প্রার্থ দাশ নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ শে মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের সর্তারঘাট সংলগ্ন মঘাশাস্ত্রী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মঘাশাস্ত্রী এলাকায় মুদি পণ্য খালাসের সময় ট্রাকের পেছনে একটি বাইক ধাক্কা দেয়। এসময় বাইক থেকে ছিটকে পড়ে পার্থ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

নিহত পার্থ দাশ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশ পাড়ার নিতাই দাশের ছেলে।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, মুদি দোকানের মালামাল খালাস করতে সড়কের পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনে দ্রুতগামি বাইক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন বাইক আরোহী পার্থ।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ জেকে হাসপাতালে আছে। পার্থ কোথায় যাচ্ছিল কেন ঘর থেকে বের হয়েছিল সে বিষয়ে তার পরিবার কোনো তথ্য জানাতে পারেনি বলেও দাবি এই কর্মকর্তার।

পূর্ববর্তী নিবন্ধএবার বাস কাউন্টারে ভোক্তাধিকারের হানা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ বার বার গণতন্ত্রকে হত্যা করেছে