রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

রাউজান প্রতিনিধি | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১১:৫৭ পূর্বাহ্ণ

রাউজানে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে (৩২) এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৭টায় রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পোট লিঙ্ক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে। তিনি দুই মেয়ে সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল, পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। সিএনজিচালিত অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মো. তসলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। লাশ শনাক্তকারী নিহতের মামা মো. সাইফুল ইসলাম বলেন, আমার ভাগ্নের সাথে ভোরেও কথা হয়েছিল।

সে তখন বলেছিল ভাড়া নিয়ে রাউজান যাচ্ছি, আবার ফিরে আসবো। এই ঘটনায় ট্রাক চালক বাচা ড্রাইভার সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহতের স্বজনেরা এসেছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে৷ গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীদের এগিয়ে আসার আশঙ্কায় সিরিয়ার হোমস ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ : পটিয়ায় কলেজ শিক্ষার্থী গ্রেফতার