রাউজানের হাফেজ বজলুর রহমান সড়কে টেক্সির সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে এক মজজিদের ইমামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক মসজিদের ইমামকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমাম মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলানা পাড়ার নওশা মিয়ার ছেলে। তিনি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম। আহত অপরজন নিহত সৈয়দুলের বন্ধু মাওলানা আলী হোসেন (৪২)। তিনিও বাঁশখালীর চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। আলী হোসেন রাউজান ডাবুয়া ইউনিয়নের আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা জামে মসজিদের পেশ ইমাম।
প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, আমি ঘটনাস্থলের ১০ ফুট দূরত্বে ছিলাম। দুটি গাড়ির মুখামুখি সংর্ষের আওয়াজ শুনে কাছে গিয়ে দেখি সিএনজি টেঙি উল্টে খাদে পড়ে আছে। সেখানে যাত্রী ছিল। চালকসহ তারা সকলেই কম বেশি আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুই ইমাম মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা অজ্ঞান অবস্থায় সড়কের উপর পড়ে ছিল। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠাই। অন্যজন ঘটনাস্থলে মারা যান।
আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো ইউনুচ মিয়া বলেন, গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম তাদের বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যান। বাড়ি থেকে রাউজানের কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।