রাউজানে জনপ্রতিনিধিদের ৩৫ হাজার গাছের চারা দিলেন ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ৩৫ হাজার গাছের চারা দিয়েছেন জনপ্রতিনিধিদের। কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব চারা বিতরণ করেন তিনি। গতকাল সোমবার উপজেলা ডাক-বাংলো প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ২০১৭ সালে লাগানো প্রতিটি চারাগাছ এখন ফলন দিচ্ছে।

যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে চারা গুলো রোপন করতে হবে। উল্লেখ্য যে, ২০১৭ সালে এক ঘন্টায় চার লাখ ৮৭ হাজার চারা রোপন করা হয়েছিল উপজেলায়। বেড়ে উঠা এসব গাছ রাউজানকে সবুজে ঢেকে রেখেছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনুসরাত ফারিয়ার সিনেমা আটকে গেল কেন