রাউজানে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেঙি জব্দ করা হয়। গত রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল মনসুর (২৫) ও মো. রবিউল ইসলাম (২১)।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।












