রাউজানে চেয়ারম্যান পদে নৌকার টিকিট চান অনেকেই

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের দেয়া সিডিউল অনুসরণ করে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় ইউপি নির্বাচন। এখনো সিডিউল ঘোষণা না হলেও নির্বাচন আয়োজন ধারাবাহিকতায় রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন প্রস্তুতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে দলের উপজেলা নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করছেন। তারা সম্ভাব্য প্রার্থী নির্বাচনে তৃণমুলের মতামত নিচ্ছেন। এই উপজেলার দলের সিনিয়র জুনিয়র সকল স্তরের নেতানেত্রী সকলেই বিশ্বাস করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী যোগ্য, ত্যাগী নেতাকর্মীদের দায়িত্বশীল পদে মনোনয়নে সুপারিশ করবেন। অবশ্য সাংসদ ইতোপূর্বে বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেখেছেন অযোগ্য কোনো ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পদে বসানোর পক্ষে তিনি নন। তিনি দলের জন্য ত্যাগী, সাংগঠনিকভাবে দক্ষ জনপ্রতিনিধি দেখতে চান।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিটি ইউনিয়নে চার থেকে ছয়জন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী প্রার্থী হতে চান। তবে কেউ এখনও প্রার্থীতা নিয়ে গণমাধ্যমের কর্মীদের কিছু বলতে চান না। অনানুষ্ঠনিকভাবে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন করার কথা বললেও সবার কণ্ঠে একই বক্তব্য, তারা চেয়ে আছেন রাজনৈতিক অভিভাবক সাংসদের সবুজ সংকেতের দিকে।
যারা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশায় আছেন তাদের মধ্যে আছেন, হলদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুল মোমেন চৌধুরী, জিয়াউল হক সুমন, মাহবুল আলম, এস এম বাবর। ডাবুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, কামরুল হাসান বাহদুর, সাইফুল ইসলাম চৌধুরী সাবু। চিকদাইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর কবির, মোজাফ্‌ফর আহমদ তালুকদার। গহিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল আবসার বাশি, আহসান উল্লাহ জাহেদী, ইফতেখার উদ্দিন দিলু। বিনাজুরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সংঘপ্রিয় বড়ুয়া, আবু সৈয়দ আলমগীর, রবিন্দ্র লাল চৌধুরী। রাউজান সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, শাহ আলম চৌধুরী। কদলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, ইরফান আহমদ চৌধুরী, সাইফুল হক চৌধুরী লাবলু। পশ্চিম গুজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, অ্যাডভোকেট দীপক দত্ত। উরকিরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, শফিউল আলম। পূর্ব গুজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন, মোহাম্মদ রোসাঙ্গীর আলম, মুজিবুর রহমান। বাগোয়ান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, আবু জাফর মোহাম্মদ রাশেদ। পাহাড়তলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। নোয়াজিশপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার। নোয়াপাড়া ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া।

পূর্ববর্তী নিবন্ধএকাধিক বিয়ে করা মিনুর জামিন মেলেনি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাষ্ট্রদূত