রাউজানে ঘরে আগুন দিলো কারা-এ তথ্য জানালে ৫০ হাজার টাকা পুরস্কার দিবে পুলিশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া রাউজান পৌরসভার সুলতানপুর শীল পাড়ার সুলাল শীলের বাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় ডিআইজি আগুন লাগানোর ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষের কাছে শুনেন। তিনি দুর্গত পরিবারকে নগদ এক লক্ষ টাকা সহায়তা দেন। গতকাল বুধবার সকালে পুলিশের এই কর্মকর্তার পরিদর্শনকালে সমাবেত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এই ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। যারা ঘটনার সাথে জড়িত তাদের খুজে বের করতে হবে। জড়িত দুর্বৃত্তদের বিষয়ে যারা তথ্য দিবে তাদের ৫০ হাজার টাকা প্রয়োজনে আরো বেশি পুরষ্কার দেয়া হবে। তিনি নিশ্চয়তা দেন তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাম ঠিকানা গোপন রাখা হবে। উল্লেখ্য, রাউজানের বিভিন্নস্থানে রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হিন্দু ও বড়ুয়াপাড়ায় আগুন লাগানোর ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর শীল পাড়ার তিন ঘরে আগুন লাগিয়ে দেয়। এসব ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম আতংঙ্ক বিরাজ করছে। গতকাল পরিদর্শনে আসা ডিআইজির সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নজির আহমদ খান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, থানার ওসি সাজেদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুভ বড়দিন আজ
পরবর্তী নিবন্ধসড়কে প্রাণ গেল ৫ জনের