রাউজানের প্রতিটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নতুন ভোটারদের ছবি উঠানোর কাজ চলছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নতুন ভোটাররা লাইনে দাঁিড়য়ে ছবি উঠানোর কাজটি সারছেন। এর আগে এই উপজেলার ২৩ হাজার তরুণ তরুণী ভোটার হতে নির্ধারিত তথ্য ফরম পূরণ করেছেন। নির্বাচনী কার্যালয় থেকে নিয়োগ দেয়া লোকজন প্রতিটি ইউনিয়নে গিয়ে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিলেন গত ১৮ জুলাই থেকে। চলতি মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয় নিবন্ধিত ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম। পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের ইউপি সদস্য সহ নির্বাচন অফিসের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনকে ভোটার হওয়ার ফরম পূরণ করিয়েছেন। এখন শুরু হয়েছে ছবি উঠানোর কাজ। চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্ষন্ত। চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফ জানান, নতুন ভোটার ছাড়াও ভোটার তালিকায় বাদ পড়া প্রবাসীরাও এখন ভোটার হচ্ছে।