দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি’র একাংশ। গতকাল বুধবার চট্টগ্রাম–রাঙামাটি সড়কের জলিল নগর বাস স্টেশন চত্বরে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা বিএনপি’র ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে পরিচিত। জানা গেছে, উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য আবু জাফর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয় রাউজান সদর মুন্সিরঘাটা থেকে। মিছিলটি চট্টগ্রাম–রাঙামাটি সড়ক হয় জলিল নগর বাস স্টেশন চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে পুনরায় মিছিলটি মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে রাউজানের প্রতিটি ইউনিয়ন থেকে গিয়াস কাদের সমর্থিত বিএনপির শত শত নেতাকর্মীরা অংশ নেন। তারা গোলাম আকবর খোন্দকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগন দেন।
সমাবেশ থেকে দাবি করা হয়, গণ অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় গণসমাবেশ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মোটর শোভাযাত্রা বের করা হয়। শান্তিপূর্ণ এ মোটর শোভাযাত্রায় উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা গোলাম আকবর খোন্দকারকে রাউজানে অবাঞ্ছিত ঘোষণা করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আবু জাফর চৌধুরী। রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান–এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোসলেম উদ্দিন, যুবদল নেতা মোজাম্মেল হক, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, টিপু চেয়ারম্যান, দিদারুল আলম, কামাল মিয়া, সভাপতি হাফেজ আবুল হাসেম, এনাম উল্লাহ, সরোয়ার খান মঞ্জু, মো. হারুন, সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুপ তালুকদার, বক্কর চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মাহাজন, তৈয়ব সুলতান, ছোটেন আজম, শাহাদাত মির্জা, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান শাহিল, নিজাম উদ্দিন সুজন, সালাউদ্দিন, আরিফুল কামাল উদ্দিন, বিএনপি নেতা নুরুল আমিন ইসলাম, রেওয়াজ, আবুবক্কর ছিদ্দিক, আবদুর শুক্কুর, নিজাম উদ্দীন ও শাহা আলম।