মুজিববর্ষ উপলক্ষে রাউজানে গৃহহীনদের জন্য নির্মিত সেমিপাকা ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন। গতকাল তিনি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলকে সাথে নিয়ে হলদিয়ায় ভূমিহীন পরিবারের জন নির্মিত ঘর ঘুরে দেখেন।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে রাউজানে ৪৮৮টি পরিবারের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এসব ঘরের মধ্যে আগামী ২০ জুন প্রথম দফায় হস্তান্তরের জন্য ২’শ ৪০টি ঘর নির্মাণ কাজ শেষ করা হয়েছে। ২য় দফায় আরো ২’শ ৪৮টি ঘরে নির্মাণ প্রক্রিয়া চলছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে এসব ঘর গৃহহীনদের বুঝিয়ে দেবেন।