রাউজানে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাউজান বাগোয়ান পাঠান পাড়ায় গৃহবধূ রোকসানা আকতার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন নিহত রোকসানার ননদের স্বামী মো. সোহেল ও তার বন্ধু জহির। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠায়।

র‌্যাব জানায়, এতদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গত রোববার পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। সোহেলকে গ্রেফতার করা হয় রাঙ্গুনিয়া উপজেলার রাণীর হাট এলাকা ও জহিরকে চন্দ্রঘোনায় তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সোহেল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের প্রয়াত লাল মিয়ার ছেলে। জহির বাগোয়ান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছগির আহমদের ছেলে। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর নিখোঁজ হওয়ার পর গৃহবধূ রোসানার অর্ধগলিত লাশ ১ ডিসেম্বর রাতে ঘরের পিছনের নালা থেকে পুলিশ উদ্ধার করেছিল।

ওই রাতেই তার শাশুড়ি ও স্বামী আজমকে আটক করেছিল পুলিশ। রাউজান থানা পুলিশের এসআই অজয় দেবশীল বলেন, গত ২৭ নভেম্বর সকালে রোকসানাকে হত্যা করে নালায় ফেলা হয়েছিল। পরদিন ২৮ নভেম্বর মামা শ্বশুর ইউছুফের পরামর্শে নিহতের স্বামী আজম থানায় নিখোঁজের জিডি করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়ামের ৪৪ তম বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিক ওসমানুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ