রাউজানে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল চান্দগাঁওয়ে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৪:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রুবেলকে (৩৭) নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭ এর একটি টিম। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার (মিডিয়া) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, রুবেলের লালসার শিকার ওই গৃহবধূ রাউজানে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তাদের প্রতিবেশী হিসেবে রুবেলের সাথে গৃহবধূর স্বামীর সুসম্পর্ক ছিল এবং এ সুবাদে রুবেল প্রায়শই তাদের বাড়িতে আসা যাওয়া করত। গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে স্বামী কর্মস্থলে চলে যাওয়ার পর রুবেল তার তিন সহযোগীকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্বামী বাড়িতে এসে তার সন্তানদের থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন। এছাড়া অপহরণকারীরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গোপন খবরের ভিত্তিতে র‌্যাব৭ জানতে পারে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অবস্থান করছে। গত ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‌্যাব৭ এর একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ দেখে বিদেশি মদ বোঝাই কার ফেলে পালালো পাচারকারী
পরবর্তী নিবন্ধপুরনো নেতৃত্ব বহাল রেখে ১৩৬ সদস্যের কমিটি ঘোষণা