রাউজানে গুঁড়িয়ে দেয়া হল ছাড়পত্রহীন চার ইটভাটা

একটিকে তিন লাখ টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানে মেসার্স এম আর চৌধুরী ব্রিকস, ডিএনসি, এম আর চৌধুরী ব্রিকস২ ও মেসার্স বেঙ্গল ব্রিকস কোম্পানি২ নামের চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এসময় জেবিআই নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী, র‌্যাব, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের বরাত দিয়ে বাসস জানায়, ইটভাটার ১২০ ফুট উচ্চতা সম্পন্ন চিমনি, রাবার বাগান ঘেঁষে ভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা সর্ম্পূণভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। জেবিএল নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন উপদেষ্টাদের নিয়ে জনগণের অনাগ্রহ থাকলে খতিয়ে দেখব : মাহফুজ
পরবর্তী নিবন্ধআদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট