মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী, ফাতেহায়ে ইয়াজদাহুম ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৩তম খোশরোজ অনুষ্ঠিত হয়। গত বুধবার বাদে মাগরিব স্থানীয় হাটখোলা বাজারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নবী মেম্বার। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নম্বর রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। মাহফিল উদ্বোধন করেন মাওলানা ছালেহ আহম্মদ কাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। বক্তব্য রাখেন আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইন আল কাদেরী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম, গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুচ্ছাপা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক এস এম মহিবুল্লাহ, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম প্রমুখ।