রাউজানে গাউসিয়া কমিটির সুন্নী কনফারেন্স

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি রাউজান এয়াছিন্নগর চৌধুরী বটতল শাখার ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মত সুন্নী কনফারেন্স ও দাওয়াতুল খায়র মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। শাখা উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও মো. জাফরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেযভী। মাহফিল পরিচালনা করেন মাওলানা এম এ মতিন।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আহছান হাবিব চৌধুরী, তহিদুল আনোয়ার বাবুল। বিশেষ বক্তা ছিলেন হাবিবুল আযম, ওসমান গণী কাদেরী। উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, মো. হেলাল, মো. হারুন, মো. রায়হান, মো. আরমান, মো. আসিফ, মো. আকিব, মো. সাহেদ, মো. আবছার, মো.তৌফিক, মো. জিসান, মো. জিহাদ, মো. রিমন,মোঃ মুন্না, মো. মিনহাজ প্রমুখ। একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, আলেম ওলামাদের সর্বোচ্চ সম্মান করতে হবে, মুরুব্বিদের সম্মান করতে হবে। তিনি বলেন গাউছিয়া কমিটির করোনাকালীন সেবা দেশ পেরিয়ে বর্হিবিশ্বেও সুনাম অর্জন হয়েছে। তিনি বলেন অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণ কাজে সকল যুবকদের এগিয়ে আসতে হবে। মিলাদ পরিবেশন করেন শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী। মোনাজাত পরিচালনা করেন আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেযভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তে ‘অনুসন্ধান কমিশন’ কেন নয় : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে সিভাসুর নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা